ভবন নির্মাণের ভূমি পাচ্ছে না সেটেলমেন্ট অফিস

ভবন নির্মাণের ভূমি পাচ্ছে না সেটেলমেন্ট অফিস

ভূমি নিয়ে কাজ করে সেটেলমেন্ট অফিস। অথচ এই দপ্তরটি যশোরে নিজেদের জোনাল অফিসের বহুতল ভবন নির্মাণের জন্য ভূমি মেলাতে পারেনি এক যুগেও! আশ্চর্যজনক হলেও সত্য, সিভিল সার্জনের বাংলো ও পুলিশ সুপারের অফিসের একাংশের মালিক ভূমির আকালে থাকা যশোর সেটেলমেন্ট অফিস।

০১ জুলাই ২০২৫